দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ঘোষিত কমিটির জেরে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক সৈয়দ ফজলুল হক। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঘোষিত কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কয়েকজনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে সৈয়দ ফজলুল হক বলেন, ‘গত ১৪ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। যারা সড়ক অবরোধ করেছে ও কমিটি বাতিলের দাবিতে মিটিং–মিছিল করেছে, তাঁরা আগে থেকেই নৌকার বিরোধী। কেন্দ্রীয় ও জেলা নেতাদের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে বিধিগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’
উল্লেখ্য গত ২৯ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের স্বাক্ষরিত ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণার পরে মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মধ্যে এ বিরোধ সৃষ্টি হয়।