নিজের স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে চার সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন ভারতীয় আধা-সেনাবাহিনীর এক জওয়ান। গুলিতে জখম হয়েছেন আরও তিনজন। ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে ভারতের ছত্তিশগড়ের সুকনা জেলার লিংলাপুল্লি সিআরপিএফ সেনা ছাউনিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গতকাল ভোরে ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন জওয়ানরা। সেই সময় তাঁদের কয়েকজনের মধ্যে বচসা শুরু হয়। এর জেরে রীতেশ রঞ্জন নামে এক জওয়ান একে-৪৭ রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
অভিযুক্ত রীতেশকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে সিআরপিএফ জওয়ানরা। তবে রীতেশ কেন গুলি চালিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। বচসার কারণ নিয়েও কোনো মন্তব্য করেননি বাহিনীর কর্তারা।
সম্প্রতি ত্রিপুরায় বিএসএফের এক জওয়ান তাঁর দুই সহকর্মীকে গুলি করে হত্যা করে