হোম > ছাপা সংস্করণ

৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমোদন দুদকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিমার প্রিমিয়ামের ২৬ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে সাধারণ বীমা করপোরেশনসহ পাঁচ প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান ৩৫ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির প্রধান কার্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক শিগগির আদালতে অভিযোগপত্র দাখিল করবেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক।

মোহাম্মদ আরিফ সাদেক বলেন, জালিয়াতির মাধ্যমে নথি তৈরি করে বিমার প্রিমিয়ামের প্রায় ২৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাধারণ বীমা করপোরেশনের সাবেক ব্যবস্থাপক ও শাখাপ্রধান মো. আবুল কাশেমের বিরুদ্ধে ২০২০ সালের ৯ নভেম্বর মামলা করে দুদক। ওই মামলায় গত ২৯ জুলাই দুদক আবুল কাশেমকে গ্রেপ্তার করে।

এ মামলায় আবুল কাশেম ছাড়াও যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমোদন দেওয়া হয়েছে, তাঁরা হলেন সাধারণ বীমা করপোরেশনের সাবেক উপব্যবস্থাপক জহিরুল ইসলাম, এক্সিম ব্যাংকের ইমামগঞ্জ শাখার সাবেক এভিপি মুসা আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরীক্ষা নিয়ন্ত্রক কন্ট্রোলার জসিম উদ্দিন আখন্দ, উপপরিচালক শেলিনা বেগম ও সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিইউবো) সাবেক অতিরিক্ত পরিচালক আলতাফ হোসেন, সাবেক উপপরিচালক কাজী আসরাফুল হক, চুনী লাল দেবনাথ, সহকারী পরিচালক সাহানারা আফরোজ ও খুলনার আঞ্চলিক হিসাব দপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম, বিদ্যুৎ ভবনের সাবেক পরিচালক আবুল বাশার চৌধুরী, কাজী আহসান উল্লাহ, অজিৎ কুমার ঘোষ, মিজানুর রহমান, নুরুল আলম, আনোয়ার হোসেন, সাবেক উপপরিচালক আওলাদ হোসেন, মেহবুব মোর্শেদ, রইছ উদ্দিন, সাবেক সহকারী পরিচালক ফয়েজ আহাম্মদ, গৌতম কুমার দেবনাথ, আসাদুজ্জামান খান, নিম্নমান সহকারী এ এফ এম আশরাফুল আলম, সাবেক নিম্নমান সহকারী উপেন্দ্র চন্দ্র দাস, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা স্বপন কুমার রায়, শিরিন আক্তার জাহান, মুহাম্মদ শাহরিয়ার বাসার, জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা দীপা ইসলাম, এই প্রতিষ্ঠানের কর্মকর্তা মিসেস নাসরিন আক্তার, মালা খান, নাজিম জাহান, মোছেনা বেগম ও মো. মিলন এবং চামড়া গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তুষার উদ্দীন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ