হোম > ছাপা সংস্করণ

ধানের জমিকে পুকুর দেখিয়ে রাজস্ব ফাঁকি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

ধানের জমিকে পুকুর দেখিয়ে রেজিস্ট্রেশনের সময় ১ লাখ ৬৮ হাজার ৬৭৫ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার সাবেক সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তবে অভিযোগের দায় স্বীকার করে এর মধ্যে রাজস্ব ফাঁকির টাকা জমা দিয়েছেন দলিল লেখক।

গতকাল সোমবার দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে রেজিস্ট্রি অফিসে পরিচালিত অভিযান সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাটোর জেলার গুরুদাসপুরে সদ্য বদলি হওয়া এক সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে জমির শ্রেণি পরিবর্তন করে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে দুদকের এনফোর্সমেন্ট দল অভিযান চালায়।

মুহাম্মদ আরিফ সাদেক আরও বলেন, অভিযোগে মূল পরিকল্পনাকারী হিসেবে দলিল লেখক সুজন আহমেদকে চিহ্নিত করা হয়েছে। অভিযোগে শ্রেণি জালিয়াতির মাধ্যমে ধানের জমিকে পুকুর দেখিয়ে রেজিস্ট্রি করে রাজস্ব ফাঁকির কথা বলা হয়েছে। দুদকের দল সরেজমিনে রেজিস্ট্রি কার্যালয় পরিদর্শন করে এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ড যাচাই করে।

এনফোর্সমেন্ট দলের প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। দলিল লেখক ইতিমধ্যে ভুল স্বীকার করে অঙ্গীকারপত্র এবং ব্যাংকের মাধ্যমে কর ফাঁকির অর্থ জমা দিয়েছেন। অভিযানে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিস্তারিত যাচাই করে এনফোর্সমেন্ট দল কমিশনে প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে দুদকের জনসংযোগ দপ্তর।

বর্তমান সাবরেজিস্ট্রার সামীমা পারভীন বলেন, আগের সাবরেজিস্ট্রার আরিফুল ইসলামের সময় এমনটা হয়েছিল। তাঁর ভিত্তিতে দুদক এসেছিল যাচাই-বাছাই করতে। দলিল লেখক সুজন আহমেদ কর ফাঁকির টাকা ব্যাংকে জমা দিয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ