ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলার এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল শনিবার সকাল ৮টা থেকে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় এই টিকা দেওয়া হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে ফাইজার টিকা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ বি এম মোজাম্মেল হক।
ডা. মোজাম্মেল হক বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে টিকা দেওয়া হচ্ছে। আজ (গতকাল) শুরু করেছি। আগামীকালও এই টিকাদান কার্যক্রম চলবে।’