মানিকগঞ্জের সাটুরিয়া ১৯৭১ সালের ২১ নভেম্বর পাকিস্তানি হানাদারমুক্ত হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এ উপলক্ষে আজ রোববার সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সন্ধ্যায় রয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলার বীর মুক্তিযোদ্ধারা জানান, এই দিনে সাটুরিয়া হানাদার মুক্ত হয়। উড়ানো হয় লাল সবুজের পতাকা। আনন্দ উল্লাসে মেতে ওঠেন বীর মুক্তিযোদ্ধা ও এলাকার মানুষ। ১৯৭১ সালের ২০ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইলের বাতেন বাহিনী সাটুরিয়ায় অবস্থান করে চারদিক ঘিরে ফেলে। রাতভর চলে গোলাগুলি।
এ সময় পাকিস্তানি বাহিনীর গুলিতে মো. জিয়ারত হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হন। আহত হন অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা। পরদিন ২১ নভেম্বর বেলা ২টার সময় পাকিস্তানি বাহিনী ও রাজাকারেরা পিছু হটেন।
সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ. খ. ম নূরুল হক বলেন, ‘মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে ২১ নভেম্বর ১৯৭১ সালে সাটুরিয়াকে পাকিস্তানি হানাদার মুক্ত করেন। এই দিনটি সাটুরিয়াবাসীর জন্য একটি স্মরণীয় দিন।’