হোম > ছাপা সংস্করণ

বাল্যবিবাহে রাজি না হওয়ায় ছেলে-স্ত্রীকে মারধর, স্বামী শ্রীঘরে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

১৬ বছরের কিশোর। এই বয়সেই বিয়ের জন্য ছেলেকে চাপ দিতে থাকেন তার বাবা। কিন্তু কিছুতেই রাজি হচ্ছিলেন না স্ত্রী ও ছেলে। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে ও স্ত্রীকে বেধড়ক মারধর করেন বাবা। এমনই ঘটনা ঘটেছে জয়পুরহাটের কালাই উপজেলায়। আর এই অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছেলের বাবাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

গত শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার মাত্রাই ইউনিয়নের আবু কালাম (৪০)।

স্থানীয় বাসিন্দা ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাবা ও ছেলে এক বাড়িতে দিনমজুরের কাজ করছিলেন। কাজ করার সুবাদে সেই বাড়ির মেয়েকে আবু কালাম তাঁর ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য পছন্দ করেন। এজন্য বেশ কয়েক দিন রাজি করার জন্য তিনি তাঁর স্ত্রী ও ছেলের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। কিন্তু এরপরও তাঁরা রাজি না হওয়ায় স্ত্রী ও ছেলেকে নানা ধরনের হুমকি, গালমন্দ করছিলেন। একপর্যায়ে শুক্রবার ইফতারের পর তিনি ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও ছেলেকে মারধর করেন। আহত অবস্থায় স্থানীয়রা ওই কিশোর ও তার মাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ওই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করে কিশোর। এরপর ইউএনও টুকটুক তালুকদার বাল্যবিবাহ নিরোধ আইনে আবু কালামকে পুলিশের সহায়তায় গ্রেপ্তারের পর রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এ বিষয়ে ইউএনও টুকটুক তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ছেলের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাবাকে আটকের পর শুক্রবার রাতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, উপজেলায় কোনো অপ্রাপ্ত বয়সের ছেলেমেয়েকে তাদের বাবা-মা জোরপূর্বক বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করলে বাল্যবিবাহ নিরোধ আইনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ