সড়কের পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় মোটরসাইকেলের ধাক্কায় রাসেল (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহীও আহত হয়। গত বুধবার রাতে নোয়াখালীর হাতিয়া সদরের উত্তরে ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনের প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখান থেকে তাঁদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহত রাসেল হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত মো ইব্রাহীমের ছেলে। আহতরা হলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. শরিফ ২৫, বুডিরচর ইউনিয়নের মো. নিজাম ও চরকিং ৯ নম্বর ওয়ার্ডের মো. সৌরভ। আহতরা সবাই বাংলালিংকের মার্কেটিং বিভাগে চাকরি করেন।
এ ব্যাপারে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, দুর্ঘটনায় নিহত রাসেলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি।