বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিনেটর ডেভিড শোব্রিজসহ কয়েকজনের লেখা চিঠির জবাবে এই উদ্বেগ জানান তিনি।
গত বুধবার পাঠানো চিঠিতে সিনেটর ডেভিড শোব্রিজসহ প্রাপকদের উদ্দেশে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গ নিয়ে গত ৪ অক্টোবর লেখা চিঠির জন্য আপনাদের ধন্যবাদ। আমি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, মতপ্রকাশের স্বাধীনতা খর্বিত হওয়ার খবরে উদ্বিগ্ন এবং এ বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি।’
চিঠিতে অ্যান্থনি আলবানিজ আরও বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা ও বিচার বিভাগের স্বাধীনতাসহ গণতন্ত্রের মূলনীতি এবং মানবাধিকার নিয়ে অস্ট্রেলিয়া সরকার নিয়মিত বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখে। আমরা সরকারি ও রাজনৈতিক পর্যায়ে সরাসরি এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদের মাধ্যমে এ যোগাযোগটা করি।’