হোম > ছাপা সংস্করণ

ভারী যানবাহনের চাপে রাস্তার দফারফা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাটি কাটার ভেকু ও মাহিন্দ্রা গাড়ি চলায় সেতুর অ্যাপ্রোচ সড়ক নষ্ট হয়ে গেছে। উপজেলার রাজানগর ইউনিয়নের তেঘরিয়া-মির্জাকান্দা ব্রিজের উত্তর পাশে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। সে মাটি বহন করে নিয়ে যাচ্ছে মাহিন্দ্রা গাড়ি। ভারী এ যান চলাচলে পিচ উঠে অ্যাপ্রোচ সড়ক নষ্ট হয়ে গেছে। ফলে যেকোনো সময় ঘটতে পারে ছোট-বড় দুর্ঘটনা।

গত রোববার সরেজমিন দেখা যায়, ব্রিজের উত্তর পাশে ফসলি জমির মাটি কাটা হচ্ছে ভেকু মেশিন দিয়ে, আর সেই মাটি মাহিন্দ্রা গাড়ি দিয়ে বহন করে নিয়ে যাচ্ছে ইটভাটায়। ভারী গাড়ি চলার কারণে রাস্তার পিচ খসে অ্যাপ্রোচ সড়ক নষ্ট হয়েছে। এর ফলে রাস্তার একপাশে খানাখন্দ সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

মির্জাকান্দা গ্রামের কৃষক মো. আলী হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। সেই মাটি বহন করে নিয়ে যাচ্ছে মাহিন্দ্রা গাড়ি। এ কারণে রাস্তার এই অবস্থা।’

পথচারী ইয়াসমিন আক্তার বলেন, ‘অটোরিকশা দিয়ে যাওয়া যায় না, খুব কষ্ট হয়। অতিরিক্ত ঝাঁকুনিতে কোমরে ব্যথা করে। প্রশাসনের কাছে দাবি, আমাদের দুর্ভোগ লাঘবে যেন দ্রুত ব্যবস্থা নেয়।’

অটোরিকশাচালক মনির হোসেন বলেন, খারাপ রাস্তার কারণে সেতুতে ওঠা যায় না। সেতুর এ পাশে ভাঙা। নামার সময় গাড়ি উল্টে পড়ে যেতে চায়। এ ছাড়া রাস্তার অবস্থা ভালো না।’

রাজানগর ইউপির চেয়ারম্যান মো. মজিবর রহমান বলেন, ‘এ বিষয়ে আমি খোঁজখবর নেব। আর যারা ব্রিজের পাশে ফসলি জমির মাটি কাটছে, তাদের মাটি কাটা বন্ধ করে দেব। এ বছর আমরা নতুন করে রাস্তা মেরামতের জন্য আবেদন করব।’

উপজেলা এলজিইডি প্রকৌশলী শোয়াইব বিন আজাদ বলেন, ‘আমি ওই এলাকায় লোক পাঠাচ্ছি। তাঁরা আমাকে জানালে তারপর ব্যবস্থা নেব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ