দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাস বলেছেন, খুলনার এ উপজেলায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। এ জন্য সবাইকে সচেতন হতে হবে। গত বুধবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
সভায় সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শান্তিপূর্ণভাবে হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ইউএনও। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি অনুসরণের মাধ্যমে করোনার বিষয়ে সচেতন থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সভায় দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।