হোম > ছাপা সংস্করণ

২১ বছর পর সীমানা জটিলতার অবসান

দোহার (ঢাকা) প্রতিনিধি

দীর্ঘ ২১ বছর পর দোহার পৌরসভার সীমানা জটিলতার সমাধান করে পৌরসভার ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদ নাঈম।

ইউএনও স্বাক্ষরিত প্যাডে উল্লেখ্ করা হয়েছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে পশ্চিম লটাখোলা, মধ্য লটাখোলা ও পূর্ব লটাখোলা গ্রাম। ২ নম্বর ওয়ার্ডে উত্তর চরজয়পাড়া, দক্ষিণ চরজয়পাড়া, উত্তর জয়পাড়া খালপাড় (খালের উত্তর পাড়ের অংশ) ও খালপাড় (খালের উত্তর পাড়ের অংশ)। ৩ নম্বর ওয়ার্ডে উত্তর জয়পাড়া ব্যাঙ্গারচর, উত্তর জয়পাড়া খালপাড় (খালের দক্ষিণ অংশ), উত্তর জয়পাড়া গাজীকান্দা, উত্তর জয়পাড়া মিয়াপাড়া, উত্তর জয়পাড়া কুঠিবাড়ী, উত্তর জয়পাড়া ও ইসলামপুর গ্রাম। ৪ নম্বর ওয়ার্ডে দক্ষিণ জয়পাড়া, উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া ও খাড়াকান্দা গ্রাম। ৫ নম্বর ওয়ার্ডে দক্ষিণ জয়পাড়া গাংপাড় (ওয়াপদা রাস্তার পূর্বপাড়), দক্ষিণ জয়পাড়া মাঝিপাড়া, দক্ষিণ জয়পাড়া ঘোনা ও নুরপুর (ওয়াপদা রাস্তার পূর্ব অংশ) গ্রাম। ৬ নম্বর ওয়ার্ডে চর লটাখোলা (লটাখোলা নতুন বাজার খাল থেকে রাশেদ মোল্লাবাড়ির ব্রিজ হয়ে নারিশা খাল), বটিয়া, নুরপুর (ওয়াপদা রাস্তার পশ্চিম অংশ) ও দক্ষিণ জয়পাড়া গাংপাড় (ওয়াপদা রাস্তার পশ্চিম অংশ) গ্রাম। ৭ নম্বর ওয়ার্ডে দোহার ঘাটা, কাজীর চর (পূর্ব অংশ) ও পূর্ব সুতারপাড়া (পশ্চিম অংশ) গ্রাম। ৮ নম্বর ওয়ার্ডে বানাঘাটা, নিকড়া ও কাটাখালী গ্রাম। ৯ নম্বর ওয়ার্ডে দক্ষিণ ইউসুফপুর, রসুলপুর, লম্বরকান্দা, উত্তর ইউসুফপুর, খালপাড় (খালের দক্ষিণপাড়ার অংশ)।

ইউএনও এএফএম ফিরোজ মাহমুদ নাঈম বলেন, ‘আমরা দোহার পৌরসভার সীমানা নির্ধারণ করেছি। এই সীমানা নির্ধারণের কপি ডিসি অফিসে পাঠাবো। এ বিষয়ে আপত্তি থাকলে ১৫ দিনের মধ্যে ডিসি বরাবর আপিল করতে হবে।’

দোহার পৌরসভা ইঞ্জিনিয়ার মশিউর রহমান বলেন, ‘দোহার পৌরসভার সীমানা ইউএনও ও এসিল্যান্ড নির্ধারণ করেছেন। পৌরসভা থেকে দেওয়া ঘরের নেইম প্লেট ও হোল্ডিং নম্বর পরিবর্তনে সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ