সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে। উপজেলার মাইজভাগ এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই গাড়ির চালকসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ট্রাফিক সার্জেন্ট রুহান আহমদ।
আহতরা হলেন মৌলভীবাজার জেলার ঘুলোয়াদাশ বাজার এলাকার হাজির আলীর ছেলে মাইক্রোবাসচালক লোকমান হোসেন (৪০), নাটোর জেলার (বর্তমান মদিনা মার্কেট এলাকার) কাভার্ড ভ্যানচালক মিলন আহমদ ও অপরজনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট থেকে কাজী ফার্মের কাভার্ডভ্যানটি গোলাপগঞ্জে যাচ্ছিল। পথে মাইজভাগ এলাকায় বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।