জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেছেন, ‘আওয়ামী লীগ ১৯৭২ সালে খুন-গুম ও ’৭৩ সালে ভোট চুরির রাজনীতি শুরু করেছে। তাদের সেই কাজ এখনো অব্যাহত রেখেছে। সরকারের অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে, তারা পুলিশ ছাড়া জনগণের সামনে আসতে ভয় পায়।
গতকাল শনিবার বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে জাসদের জেলা ও মহানগর কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাজমুল হক প্রধান।
নাজমুল হক বলেন, ‘বিএনপি-জামায়াত জোট আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধ্বংস করতে গ্রেনেড হামলা করেছে, আর আওয়ামী লীগ বিএনপিকে নয়, তারা ক্ষমতা ধরে রাখতে মানুষের ভোট, সামাজিক সম্মানসহ গণতান্ত্রিক অধিকার ধ্বংস করতে যাচ্ছে।’
জাসদের বরিশাল জেলা সভাপতি শহিদুল ইসলাম মিরনের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাদল খান, যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদার প্রমুখ।