বগুড়ার আদমদীঘিতে চুরি যাওয়া তিনটি গরু হাটে বিক্রি সময় হাতেনাতে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন বড় টেংড়া গ্রামের তোফাজ্জল (৫০) ও জমির উদ্দিন (৪৫)। পরবর্তীতে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন আজকের পত্রিকাকে জানান, গত মঙ্গলবার রাতে উপজেলার শিবপুর গ্রামের কৃষক মনির হোসেনের গোয়াল ঘরে বিদেশি জাতের গাভিসহ ৩টি গরু রেখে বাড়ির মেইন গেটে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন।
গভীর রাতে জেগে তিনি দেখতে পান চোরেরা বাড়ির গেটের তালা কেটে গোয়াল ঘর থেকে গরুগুলো চুরি করে নিয়ে গেছে। পরের দিন সকালে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
এরপর গত বুধবার রাতে বগুড়ার শিবগঞ্জের মহাস্থান হাটে গরুগুলো বিক্রির সময় অভিযান চালিয়ে গরুসহ চোরদের আটক করা হয়।