চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রামের পটিয়ায় চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৮১০ প্রার্থী মনোনয়নপত্র জামা দিয়েছেন।
গত বৃহস্পতিবার পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৫০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে বড়লিয়া ইউপিতে চেয়ারম্যান পদে শুধু আওয়ামী লীগের মনোনীত ও বর্তমান চেয়ারম্যান শাহীনুল ইসলাম সানু মনোনয়নপত্র জামা দিয়েছেন। যাচাই–বাছাই শেষে তাঁর প্রার্থিতা বৈধ হলে তিনি বিনা ভোটে নির্বাচিত হবেন।
উল্লেখ্য, মনোনয়নপত্র যাচাই–বাছাই হবে ২৯ নভেম্বর। প্রার্থীরা আপিল করতে পারবেন ২ ডিসেম্বর পর্যন্ত।
আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৭ ডিসেম্বর। আর আগামী ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।