হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে নদীর কোরেশনগর অংশ থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানা–পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী জানান, নদীর পানিতে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে মারা যাওয়া ব্যক্তি মানসিক রোগী ছিলেন। রাতে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে মূল কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।