হোম > ছাপা সংস্করণ

বাজাইল খাল খননের দাবি কৃষকদের

ফুলবাড়িয়া প্রতিনিধি

ফুলবাড়িয়ার দেওখোলা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া বাজাইল খাল প্রায় ভরাট হয়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভেকিবিলের ও ওপাড়ে ইচাইল বিলের কৃষকেরা আমন ও বোরো চাষে বিপাকে পড়েন। তাই দ্রুত খাল খননের দাবি স্থানীয় কৃষকদের।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, প্রায় ২০০ হেক্টর এলাকাজুড়ে ভেকিবিল। জাংগালিয়া, দাসবাড়ি, দেওখোলা উত্তর কালিবাজাইল, মধ্য কালীবাজার, কাঁটাখালী ইচাইল এলাকার শত শত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা আমন ও বোরো মৌসুমে বিলের পানি জমে থাকায় ধান চাষ নিয়ে বিপাকে পড়েন। বোরো মৌসুমে খালে পানি না থাকায় কৃষকেরা তাঁদের ফসল ঘরে তুলতে পারেন না।

জাংগালিয়া গ্রামের বাসিন্দা কৃষক জিয়াউল ইসলাম নয়ন বলেন, বাজাইল খালটি ভরাট হওয়ার ফলে শত শত একর জমির ফসল ঘরে তুলতে পারছেন না খালের দুপাড়ের কৃষকেরা। বাজাইল খালের ওপর সেতুতে একটি স্লুইসগেট স্থাপনসহ খাল খনন এখানকার কৃষকদের দীর্ঘদিনের দাবি।

ভেকিবিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আরিফ রাব্বানি ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মুক্তা বলেন, জলাবদ্ধতা দ্রুত কমে যাবে। খাল খনন হলে খালের পাশ দিয়ে নতুন সড়ক হবে। এতে বিলপাড় এলাকার মানুষের যোগাযোগের কষ্ট অনেকটা কমে যাবে।

ফুলবাড়িয়া উপজেলা প্রকৌশলী মাহবুব মুর্শেদ বলেন, ফুলবাড়িয়া উপজেলার পানি ব্যবস্থাপনার জন্য আমাদের পাঁচটি সমিতি আছে। এই সমিতিগুলোর অধীনে পাঁচটি খাল আছে। এই খালগুলোর বাইরে আমাদের কোনো কাজ করার সুযোগ নাই।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ