হোম > ছাপা সংস্করণ

চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে এক চেয়ারম্যান প্রার্থীর বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় চার ঘণ্টা অবরোধের রাখে ওই প্রার্থীর সমর্থকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে।

নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নূর আজম চৌধুরী রাজন বলেন, ‘রাতে আনারস প্রতীকের কর্মী-সমর্থকেরা কামারের হাট এলাকায় প্রচার ও ভোটারদের মধ্যে অর্থ বিতরণের চেষ্টা করলে কর্মীরা বাধা দেন।

এরই জেরে তারা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় সন্ত্রাসীরা ঘরে থাকা টাকাপয়সা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ ভায়া বোনারপাড়া সড়কটি টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন।’

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিক অভিযুক্ত আনারস প্রতীকের প্রার্থী মো. তৌহিদুল ইসলাম শাহীন মোবাইল ফোনে পাল্টা অভিযোগ করে বলেন, ‘আমার কিছু কর্মী-সমর্থক কামারের হাট এলাকায় প্রচারণা শেষে মোটরসাইকেলে ফেরার পথে শ্রীমুখ মেডিকেল মোড়ে তাঁদের ওপর অতর্কিত হামলা হয়। পরে তাঁরা জীবন বাঁচাতে মোটরসাইকেল ফেলে পালিয়ে আসেন।’

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন আজকের পত্রিকাকে জানান, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ