হোম > ছাপা সংস্করণ

শাবি শিক্ষার্থীকে ছিনতাইকারীর ছুরিকাঘাত

শাবিপ্রবি প্রতিনিধি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে গেছে ছিনতাইকারীরা। সায়মা আলম নামে ওই শিক্ষার্থী সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে সিলেটের আখালিয়া আবাসিক এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে গতকাল রোববার এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আলমগীর কবীর।

আহত শিক্ষার্থী সায়মা আলম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পায়ে ছোট একটি অস্ত্রোপচার হয়েছে। তবে তিনি বিপদমুক্ত বলে জানান প্রক্টর।

প্রক্টর ড. মো. আলমগীর কবীর বলেন, গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ট্রেনে সিলেটে আসেন সায়মা আলম। স্টেশন থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ফিরছিলেন তিনি। অটোরিকশাটি তপোবন-আখালিয়া আবাসিক এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে দুই ব্যক্তি তাঁর পথরোধ করে সবকিছু দিয়ে দিতে বলে। সায়মা আলম বাধা দেওয়ার চেষ্টা করলে বাম পায়ে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ব্যাগ, ল্যাপটপ, মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আলমগীর কবীর আরও বলেন, ‘বিষয়টি আমি সংশ্লিষ্ট থানা-পুলিশে জানিয়েছি। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাঁরা যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ