হোম > ছাপা সংস্করণ

হাওরের ফসল রক্ষা বাঁধে ফাটল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

কোম্পানীগঞ্জ উপজেলার পাথারচাউলি হাওরের ফসল রক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে হাওরের ১৫০ হেক্টর জমির বোরো ধান নিয়ে কৃষকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

গত মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং পাথারচাউলি হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন। তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের দ্রুত বাঁধ মেরামতের নির্দেশ দেন।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি পাথারচাউলি হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে গিয়ে কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। তিন দিনের মাথায় বাঁধে ফাটল দেখা দেওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষকেরা।

হাওরপারের কৃষকেরা জানান, কাজের মান দুর্বল হওয়ায় পাথারচাউলি হাওর রক্ষা বাঁধের মাঝখানে ফাটল ধরেছে। এতে বাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় কৃষক ইসলাম উদ্দিন, সোনা মিয়া ও আকবর আলী বলেন, বাঁধের মাঝখানে বিরাট অংশজুড়ে ফাটল দেখা দিয়েছে। দ্রুত সংস্কার না করলে ঢলের পানির প্রথম ধাক্কাতেই এ বাঁধ ভেঙে যাবে। বিষয়টি তাঁরা পাউবোর কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন।

তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া বলেন, ‘আমরা সতর্ক আছি। বাঁধের যে অংশে ত্রুটি রয়েছে, সেখানে সংস্কার করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন কমিটির লোকজনকে বলা আছে বাঁধের বিষয়ে সতর্ক থাকতে।’

বাঁধের দায়িত্বপ্রাপ্ত পাউবোর উপসহকারী প্রকৌশলী ফখরুল আহমেদ বলেন, কাজ চলমান রয়েছে। বাঁধের ত্রুটি সারানো হচ্ছে। আগামী তিন-চার দিনের মধ্যে বাঁধের কাজ শেষ হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ