আন্তর্জাতিক তিনটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছে তানিয়া বৃষ্টি অভিনীত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘অভিনেতা’। সিনেমাটি নির্মাণ করেছেন রাকেশ বসু। এতে তানিয়া অভিনয় করেছেন গ্রামের এক ছাত্রীর ভূমিকায়। ৪০ মিনিট ব্যাপ্তির স্বল্পদৈর্ঘ্য এ সিনেমাটি ইতিমধ্যেই ভারতের ‘পুনে শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’, ‘সিন্ধুডারগ ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ‘সানফেস্ট ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হবে। দিনক্ষণ চূড়ান্ত না হলেও তিনটি উৎসবেই প্রদর্শনের জন্য চূড়ান্ত হয়েছে ‘অভিনেতা’। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রাকেশ বসু।
সিনেমার গল্পে শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম, আর তাঁর ছাত্রীর ভূমিকায় তানিয়া বৃষ্টি। তানিয়া বলেন, ‘আমি এখনো অভিনয়টা শেখার চেষ্টা করি। ক্যামেরার সামনে চরিত্রকে ফুটিয়ে তুলতে আমার সাধ্যমতো চেষ্টা করি। ‘অভিনেতা’ সিনেমাটি আমার প্রিয় একটি কাজ। এই সিনেমা তিনটি উৎসবে অংশ নিচ্ছে জেনে ভীষণ ভালো লাগছে। আমি আমার কাজটাকে ভীষণ ভালোবাসি, অনেক ভালোলাগা ভালোবাসা নিয়েই আগামী দিনে আরও ভালো ভালো কাজ করতে চাই।’
সম্প্রতি তানিয়া বৃষ্টি অভিনীত মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘কম্পেয়ার’ নাটকটি বেশ সাড়া ফেলেছে। এতে তাঁর অনবদ্য অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। গত ৩১ ডিসেম্বর ইউটিউবে প্রকাশিত এই নাটকটি এরই মধ্যে ৫৭ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছেন। সম্প্রতি প্রকাশিত ‘প্যাক আপ, ‘রকি ভাই, ‘এক্স এল’, ‘জামাই আমার সেরা রাঁধুনী’ নাটকেও দেখা গেছে তানিয়াকে। এ ছাড়া ‘আকাশ’র বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি।