সখীপুরে ৫০ ভাগ ভর্তুকিতে দুইটি ধান মাড়াইয়ের যন্ত্র বিতরণ করা হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অধিদপ্তর মাড়াই যন্ত্র দেয়। এ উপলক্ষে গতকাল দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু।
এ ছাড়া সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমত আরা খাতুন, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ফজলুল হক বাপপা, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।