চট্টগ্রামের ফটিকছড়ি থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার ভুজপুর গ্রামের একটি বসতঘরের সেপটিক ট্যাংক থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে হেঁজাগাজীর বাড়ির শাহ আলমের বসতঘরের পেছনের সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য একজন কামলা আসেন। তিনি ট্যাংক পরিষ্কার করার সময় এক নারীর বস্তাবন্দী লাশ দেখতে পান। পরে স্থানীয় বাসিন্দারা ভুজপুর থানায় খবর দেন।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, ‘নিহত যুবতীর লাশটি বিবস্ত্র এবং অর্ধগলিত। তাঁর বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হতে পারে। ধারণা করা হচ্ছে কিছুদিন আগে তাঁকে হত্যার পর বস্তায় ভরে ফেলে রাখা হয়েছে।’