রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিএমডি) পদে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন খান ইকবাল হোসেন ও মো. শওকত আলী খান। এর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন ও মোনাজাত করেছেন এই দুই ডিএমডি।
গত শনিবার দুপুরে তাঁরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁরা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে জাতির পিতার সমাধিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন তাঁরা।