হোম > ছাপা সংস্করণ

বৃদ্ধাকে হেনস্তা মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রতিনিধি,সিলেট

কানাইঘাটে বৃদ্ধাকে হেনস্তা এবং তার ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জৈন্তাপুরের হরিপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কানাইঘাট থানার আগতালুক গ্রামের বরকতউল্লার ছেলে আব্দুল্লাহ (৩৮) এবং একই গ্রামের রফিক আহমেদের ছেলে সাইদুল্লাহ ওরফে সহিদুল্লাহ (৩৫)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

লুৎফুর রহমান বলেন, গত ২৮ আগস্ট মধ্যরাতে কানাইঘাটের ওই বৃদ্ধাকে হেনস্তা করেন তাঁর ভাশুরের ছেলে ও নাতিসহ চারজন। এ সময় এই ঘটনার ভিডিও ধারণ করেন তাঁরা। দুই ছেলে দুবাই থাকায় ওই বাড়িতে বৃদ্ধা একাই থাকতেন। হেনস্তার পর দিন বাড়িতে তালা দিয়ে বাবার বাড়িতে চলে যান।

লুৎফুর রহমান আরও বলেন, এ নিয়ে এলাকায় সালিসও হয়। মানসম্মানের কথা চিন্তা করে তাঁরা কিছু টাকা দিতেও রাজি হয়েছিলেন। কিন্তু এরই মধ্যে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় গত মঙ্গলবার চারজনকে আসামি করে ওই নারী নারী নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ