বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, জার্নালিস্টদের বিরুদ্ধে যারা মামলা করবেন অথবা জার্নালিস্টরাও যদি কারো বিরুদ্ধে মামলা করেন তাহলে প্রেস কাউন্সিলে করতে পারবেন। এর মাধ্যমে কিছুটা হলেও মামলার জট কমবে বলে আমার ধারনা। প্রেস কাউন্সিল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার সকালে জামালপুর সার্কিট হাউজ কনফারেন্স রুমে এক সেমিনার ও মতবিনিময় সভায় তিনি মামলা সংক্রান্ত সবাইকে এই পরামর্শ দেন।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের আইনে কি অধিকার আছে এবং সাংবাদিকদের কাজ কি এসব বলা আছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল কি জন্য তৈরি করা হয়েছে। তার ব্যবহার। সাংবাদিকরা তাদের পেশায় কিভাবে কাজ করবেন, আপনারা তা পড়লেই বুঝতে পারবেন। সাংবাদিকেরা যদি আইন মেনে চলেন তাহলে আমি বিশ্বাস করি তারা সাংবাদিক হিসেবে আরও সুনাম অর্জন করতে পারবেন ।
সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সচিব শাহ্ আলম, জেলা তথ্য অফিসার শেখ মো. শহিদুল ইসলাম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ছাড়াও জামালপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা। জামালপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এই সেমিনারে আয়োজন করা হয়।