হোম > ছাপা সংস্করণ

ধর্ষণ মামলায় জামিন পেয়ে স্কুলছাত্রীকে অপহরণচেষ্টা

বরগুনা প্রতিনিধি

বরগুনায় ধর্ষণ মামলায় জামিন পাওয়া এক যুবককে স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গত সোমবার রাত ৮টার দিকে বরগুনা পৌরশহরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ওই স্কুলছাত্রীর মা রাতেই সোহেলের (৪০) নামে থানায় লিখিত অভিযোগ করেন।

সোহেল পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বরগুনা সদর থানায় মামলা রয়েছে। ওই মামলায় বর্তমানে সোহেল জামিনে আছেন।

স্কুলছাত্রীর মা বলেন, অভিযুক্ত সোহেল তাঁদের বাসার কাছাকাছি ভাড়া থাকত। এ সুবাদে সোহলের সঙ্গে তাঁদের পরিচয়। গত সোমবার মেয়ে স্কুলে যাওয়ার পথে সোহেল জোর করে মেয়েকে রিকশায় তুলে নিয়ে অপহরণের চেষ্টা করে। এ সময় ওই স্কুলছাত্রীর চাচাতো বোনকে দেখতে পেয়ে সহায়তার জন্য চিৎকার করলে চাচাতো বোন কৌশলে অটোরিকশায় করে চালকের সহায়তায় স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে আসে।

স্কুলছাত্রীর মা আরও বলেন, বিষয়টি স্থানীয় কাউন্সিলর জাহিদুল করিম বাবু ও সাবেক কাউন্সিলর মো. জামাল হোসেন ও সংরক্ষিত নারী কাউন্সিলর হোসনে আরা চম্পাকে জানান। তাঁরা সবাই সোহেলকে হাতেনাতে আটক করে পুলিশে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর গত সোমবার রাত ৮টার দিকে সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

কাউন্সিলর জাহিদুল করিম বাবু বলেন, ‘সোহেল বখাটে ও মাদকাসক্ত। এর আগেও সে ইয়াবা বিক্রি ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে। তিন মাস আগে ধর্ষণ মামলা থেকে জামিন পেয়েছে।’

বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম বলেন, সোহেলকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্কুলছাত্রীর মা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোহেলের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় সম্প্রতি জামিনে বেরিয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ