বিনোদন প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে আয়োজিত সম্মানজনক কিডস্ক্রিন অ্যাওয়ার্ডসের জন্য মনোনয়ন পেয়েছে বাংলাদেশের শিশুদের জন্য নির্মিত শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর। ‘বেস্ট মিক্সড মিডিয়া সিরিজ’ ক্যাটাগরিতে আরও দুটি বিশ্বখ্যাত শিশুতোষ সিরিজের সঙ্গে এই মনোনয়ন পেল সিসিমপুর।
কিডস্ক্রিন অ্যাওয়ার্ড বিশ্বজুড়ে শিশু ও পরিবার নিয়ে নির্মিত সেরা সিরিজ, এনিমেটেড ফিল্ম, লাইভ অ্যাকশন প্রোগ্রামসহ নানা ক্যাটাগরিতে বিভিন্ন অনুষ্ঠানকে পুরস্কৃত করে থাকে। আগামী ফেব্রুয়ারিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।