ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কার্ডবিহীন ট্রান্সপোর্ট ও সিঅ্যান্ডএফ সদস্যদের বন্দরে ঢুকতে না দেওয়ায় গতকাল সকাল থেকে বন্ধ রয়েছে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য। বিএসএফের কর্মকাণ্ডকে হয়রানি উল্লেখ করে বাণিজ্য বন্ধ করে দেয় ভারতের চব্বিশপরগনা বনগাঁ গুড ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় দুই বন্দরে শত শত ট্রাক পণ্য নিয়ে প্রবেশের অপেক্ষায় আছে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, আমদানি বাণিজ্য বন্ধ থাকায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক ওপারে দাঁড়িয়ে আছে। দ্রুত বাণিজ্য চালু না হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।