হোম > ছাপা সংস্করণ

ময়লার উৎকট গন্ধে পথ চলাও দায়

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌর এলাকার কুতুব শাহ বাড়ি সড়কের পাশে ময়লা ফেলায় দুর্ভোগে পড়েছেন জনসাধারণ। উৎকট দুর্গন্ধে সেখান দিয়ে চলাচল করতে বেগ পেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

শারমিন আকতার নামের এক পথচারী ক্ষোভের সঙ্গে বললেন, উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়কের যদি হয় এই অবস্থা হয়, তা হলে অন্যগুলোর যে কী অবস্থা!

তারেকুল ইসলাম আশু নামের আরেক পথচারী বলেন, এলাকার বাসিন্দারা বর্জ্য ফেলে এই অবস্থার তৈরি করেছেন।

নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী বলেন, ‘বর্জ্যের দুর্গন্ধে অফিস করাও আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। শিগগিরই বিষয়টি লিখিত আকারে সংশ্লিষ্টদের জানানো হবে।’

ওই এলাকার দোকানি মো. আবদুল মুনাফ বলেন, সেখানে ময়লা না ফেলার জন্য বাসিন্দাদের অনেকবার অনুরোধ করা হয়েছে।

স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী বলেন, ‘স্থানীয় বাসিন্দারা সেখানে ময়লা-আবর্জনা ফেলছেন দেখে পৌর কর্তৃপক্ষ নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করে। কিন্তু তাঁরা সেখানে ময়লা ফেলেই যাচ্ছেন। বিষয়টি আমি পৌর মেয়রকে জানিয়েছি।’

নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন, ‘এলাকার পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা থাকা উচিত। সবাইকে বুঝতে হবে যে, ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা উচিত।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ