বান্দরবান জেলা সদরে আজ শনিবার দিনভর শাট ডাউন ঘোষণা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ সময় বান্দরবান সদরের প্রায় সব গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কার্যালয়, পর্যটন কেন্দ্র, ব্যবসা প্রতিষ্ঠা ও বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া বান্দরবান-বাঙ্গালহালিয়া ৩৩ কেভি বিদ্যুৎ লাইনও বন্ধ থাকবে। বান্দরবান পিডিবি নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎ বিভাগের বান্দরবান, দোহাজারী-বান্দরবান ৩৩ কেভি (কিলোভোল্ট) লাইন ও এর আওতাধীন ১১ কেভি লাইনের বিভিন্ন ফিডারের (তার ও খুঁটি) কাছের গাছপালার ডাল, শাখা-প্রশাখা কাটা এবং বিদ্যুৎ লাইনের মেরামত ও সংরক্ষণ কাজ করা হবে। তাই শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বান্দরবানের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
প্রকৌশলী আমির হোসেন বলেন, বিদ্যুতের তার ও খুঁটি নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ ঝুঁকিমুক্ত থাকতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।
এ আগে একাধিকবার বান্দরবানের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ তার, ট্রান্সফরমার ডালপালা ও লতাপাতায় জড়িয়ে থাকা নিয়ে আলোকচিত্র আজকের পত্রিকায় প্রকাশ হয়েছিল। এত বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচিত হয়।