হোম > ছাপা সংস্করণ

ইজিবাইক ভাড়া করে পথে ছিনতাই

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র‍্যাব। গতকাল শনিবার সকালে শ্যামনগরের বড় কুপট গ্রামের খন্তকাটা স্লুইসগেট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আটক ব্যক্তিরা হলেন, আটুলিয়া গ্রামের রুবেল হোসেন (২০), কামরুজ্জামান মোল্লা (২৫), নয়র ঢালী (২৭) ও আনিসুর রহমান গাজী (২৫)।

র‍্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রিফাত বিন আসাদ জানান, গত শুক্রবার দুপুরে শ্যামনগরের গোডাউন মোড় থেকে ইজিবাইক চালক শাহীনুর রহমানকে নীলডুমুর যাওয়ার জন্য ভাড়া করে রুবেলসহ তিনজন যাত্রী। পথিমধ্যে খন্তকাটা স্লুইসগেট এলাকায় পৌঁছে শাহিনুর রহমানকে ভয়ভীতি দেখিয়ে তাঁকে নামিয়ে দিয়ে ইজিবাইক ছিনতাই করে দুর্বৃত্তরা।

এ খবর র‍্যাবের কাছে পৌঁছালে, তাঁদের একটি আভিযানিক দল বড় কুপট এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইকসহ ছিনতাইকারী রুবেল হোসেনসহ চার ছিনতাইকারীকে আটক করে। এ ছাড়া ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ৫টি ইজিবাইকের ব্যাটারিও জব্দ করে র‍্যাব।

র‍্যাব কমান্ডার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাইকারী বলে জানা গেছে। এ ছাড়া ইজিবাইকটি ৪ ঘন্টার জন্য ৫০০ টাকার বিনিময়ে ভাড়া নেওয়া হয়েছিল। এর আগেরদিনও একইভাবে একই স্থান থেকে ইজিবাইকটি ভাড়া নেওয়া হয়। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা হয়েছে বলে জানান র‍্যাব কমান্ডার।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ