ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গতকাল শনিবার সকালে মহেশপুরের নেপা মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ জেলার রাজিব বাড়ই (২৫), বিবেন রায় (৪২), আশিস রায় (২৩)। এ সময় তাঁদের সঙ্গে ২ শিশু ছিলো।
খালিশপুর–৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর সীমান্তের বাঘাডাংগা বিওপি এলাকার নেপা মোড় থেকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় তাঁদের আটক করা হয়। আটকের পর বিজিবি তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মামলা করেছে। মামলা শেষে তাঁদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে