মাদক সেবনের অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছেন র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চিনিকল এলাকা থেকে মাদক সেবনের সময় তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাদকসেবীদের গ্রেপ্তারের সময় কিছু আলামতও জব্দ করা হয়।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাকিব হাসান, মো. জাকির হোসেন, মো. গোলাম আজম, মো. সালমান ফারসি, মো. মোসলেম মণ্ডল, মো. আরমান হোসেন, মো. মোতাহার হোসেন, মো. হাবিল খান, মো. ছানোয়ার হোসেন, মো. বকুল প্রামাণিক, মো. তহিদুল ইসলাম ও দ্বিজেন চন্দ্র বর্মণ। তাঁরা জয়পুরহাট সদরের বিভিন্ন গ্রাম-মহল্লার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।