ভোলায় শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। প্রথম দিনে গতকাল রোববার ভোলা জেলায় মোট ৪২১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র থেকে জানা গেছে, চলতি বছর ভোলায় মোট পরীক্ষার্থী ছিল ১২ হাজার ৩৩৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১১ হাজার ৯১৮ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৯১১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪ হাজার ৮৫৬ জন। এখানে অনুপস্থিত ছিল ৫৫ জন। মোট দাখিল পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৩৩৭ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬ হাজার ১৩ জন। অনুপস্থিত ছিল ২৯৪ জন। কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১ হাজার ১২১ জন। এদের মধ্যে অংশগ্রহণ করেছে ১ হাজার ৪৯ জন। অনুপস্থিত ৭৩ জন।