খুলনা-যশোর মহাসড়কে দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আল আমিন নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর নুরনগর পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আল আমিন সাংবাদিক আবু তৈয়ব মুন্সির মামাতো ভাই ও সোহরাব হেসেনের শ্যালক।
নিহতের চাচাতো ভাই শাহাবুদ্দিন জানান, আলামিন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত ছিলেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। বুধবার রাতে এক বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন তিনি। মোটরসাইকেল যোগে খুলনা থেকে বৈকালী যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে নুরনগর পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তিনি। পরে খুলনা গাজী মেডিকেলে মারা যান।