হোম > ছাপা সংস্করণ

আগুনে পুড়ল ১৩ দোকান

আগুনে দুই স্থানে ১৩টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে ভোলার বোরহানউদ্দিনে ৯টি ও শরীয়তপুরের সখিপুরে ৪টি দোকান পুড়ে গেছে। গত রোববার রাত ও গতকাল সোমবার এই ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর:

ভোলা: বোরহানউদ্দিনে ভয়াবহ আগুনে ৯টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার বিকেলে উপজেলার বোরহানগঞ্জ বাজারে এই অগ্নিকাণ্ড হয়। আগুনে খালেকের ৩টি পাটখড়ির গুদাম, মোতাহারের ২টি তুলার গুদাম, নাছিরের একটি ওষুধের দোকান, রেদোয়ানের একটি কীটনাশকের দোকান ও ২টি খাবারের দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, আগুন লাগার কারণ জানা যায়নি।

থানার ওসি শাহিন ফকির বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে।’

ভেদরগঞ্জ (শরীয়তপুর): ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে আগুনে চারটি দোকান পুড়ে গেছে। এ সময় আশপাশের আরও ২টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রোববার মধ্যরাতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে সখিপুর বাজারের মোল্লা মার্কেট এলাকায় আগুন ধরে। আগুন দেখে পাশের ওষুধের দোকানদার রফিকুল ইসলাম ডাক-চিৎকার দেন। পরে দোকানদার ও স্থানীয়রা ছুটে আসেন। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ