হোম > ছাপা সংস্করণ

৫০ শিক্ষার্থী পেল এক বছরের পড়ার খরচ

সিলেট সংবাদদাতা

গোলাপগঞ্জে অসচ্ছল শিক্ষার্থীরা ১ বছরের পড়ালেখার খরচ পেল। উপজেলার তুরুকবাগ গ্রামের সালাম মকবুল উচ্চবিদ্যালয়ের ৫০ শিক্ষার্থীর পড়ালেখার খরচ দিয়েছে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার বাঘা ইউনিয়নের তুরুকবাগে তাদের হাতে এই টাকা তুলে দেওয়া হয়।

সালাম মকবুল উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মানুষ তার স্বপ্নে চেয়েও বড় হয়। আমাদের স্বপ্ন পূরণ করতে হলে শিক্ষা অর্জনের বিকল্প নেই। কিন্তু নানা বাধার কারণে অনেকে শিক্ষা অর্জনের পথ থেকে ঝরে যায়। তাদের অনেকের মেধা যাচাইয়ের সুযোগ আমরা পাই না। তারাও যেন নিজেদের মেধা প্রকাশের সুযোগ পায় না।’

তিনি আরও বলেন, এই বিদ্যালয়ের বৃত্তিটা তাই শুধু শিক্ষাবৃত্তি। কারণ অন্যান্য সময় শুধু মেধাবীদের বৃত্তি দেওয়া হয়। কিন্তু পরীক্ষায় মেধাবী তালিকার বাইরেও অনেক মেধাবী থাকে। তাদের উৎসাহ দিতেই এই শিক্ষাবৃত্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, নর্থ ইস্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মঞ্জুর শাফী এলিম, ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পরিচালনা কমিটির সভাপতি আবুল ফজল চৌধুরী শাহেদ।

বিশেষ অতিথির বক্তব্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মঞ্জুর শাফী এলিম বলেন, শিক্ষার্থীদের এখন পড়াশোনার সময়। মনযোগ দিয়ে আন্তরিকতার সঙ্গে পড়াশোনা করলে একদিন নিজের স্বপ্ন ছোঁয়া যাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ