কলাপাড়ায় রাধাকৃষ্ণের রাস মেলা ও উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম মন্দির প্রাঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়।
সেবাশ্রম কমিটির সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, সেবাশ্রম কমিটির সাধারণ সম্পাদক নাথুরাম ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক সুখরঞ্জন তালুকদার, ডা. সুবাস চন্দ্র মিত্র, অর্থ সম্পাদক কার্তিক চন্দ্র হাওলাদার, রাস মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক হীরা হাওলাদার স্বপন, সাধারণ সম্পাদক বিকাশ দাস প্রমুখ।
বক্তারা আগামী ১৮ নভেম্বর আশ্রম আঙিনায় রাস মেলা ও উৎসব উদ্যাপনকে ঘিরে আলোচনা করেন। এ সময় মদন মোহন সেবাশ্রম কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রতি বছর রাস পূর্ণিমা তিথিতে কলাপাড়ায় রাস মেলা উৎসব ও গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। পাপমোচন ও পুণ্যের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী অংশগ্রহণ করেন এ মিলনমেলায়।