নরসিংদীর মাধবদীতে শহীদজায়া, স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক বেগম মুশতারী শফীর আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুমা নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম ফয়সালের উদ্যোগে মাধবদী নওপাড়া জজ ভূঁইঞা মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কোরআন খতম শেষে বেগম মুশতারী শফীর বীরত্বগাথা ও জীবন নিয়ে আলোচনা করেন নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ফয়সাল। পরে দোয়া পরিচালনা করেন পৌলানপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা আবুল কাশেম। দোয়া শেষে মাদ্রাসার ছাত্রদের মধ্যে খাবার পরিবেশন করা হয়। উপস্থিত ছিলেন নওপাড়া জজ ভূঞা হাফিজিয়া মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা হারুন অর রশিদ, হাফেজ মাওলানা হাবিবুল্লাহ প্রমুখ।