কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন শহীদজায়া ও স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফী। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ আসার পর বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদজায়ার প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় সেক্টর কমান্ডারস ফোরাম, উদীচী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতন্ত্রী পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বেগম মুশতারী শফীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বেগম মুশতারী শফীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তাঁর মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে শহীদজায়ার মরদেহ। এরপর গার্ড অব অনার প্রদান শেষে চট্টগ্রাম মসজিদুল ফালায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। চৈতন্য গলিতে তাঁকে সমাহিত করার কথা রয়েছে।
গত সোমবার বিকেল ৪টায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম মুশতারী শফী মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বেগম মুশতারী শফী দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। এ ছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন রোগও ছিল। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।