রংপুরের চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার রংপুর সিটি প্রেসক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়। সকালে সিটি প্রেসক্লাব মিলনায়তনে আলোচনার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ক্লাবের কার্যনির্বাহী সদস্য জাকির আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা লীগের সহসভাপতি পারভীন আক্তার।
অনুষ্ঠানে মোনাজাত উদ্দিনের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন সিটি প্রেসক্লাবের নির্বাহী সদস্য ছড়াকার ও গীতিকার এস এম খলিল বাবু। এ সময় আলোচনায় অংশ নেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, দপ্তর সম্পাদক আলী হায়দার রনি, সাবেক কোষাধ্যক্ষ সাহিদুর রহমান শাহিদ প্রমুখ।
আলোচনা সভায় সিটি প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাব মিলনায়তনে মোনাজাত উদ্দিন কর্নার করার ঘোষণা দেওয়া হয়। নতুন প্রজন্মের কাছে মোনাজাত উদ্দিনকে তুলে ধরতে কর্নারে তাঁর লেখা বই, পত্রিকার কাটিং, ছবি রাখার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া সিটি প্রেসক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন চত্বর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বক্তারা।
আলোচনা শেষে মোনাজাত উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।