নীলফামারীর সৈয়দপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টায় জিআরপি পুলিশ ক্লাবে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, সানজিদা বেগম লাকী, পৌর প্যানেল মেয়র শাহীন হোসেন, আবুল কাশেম দুলু সরকার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী সেকেন্দার আলী, পৌর কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জোবাইদুর রহমান শাহীন, নজরুল ইসলাম রয়েল, উপজেলা যুবলীগের আহ্বায়ক দিলনেওয়াজ খাঁন প্রমুখ। সভা সঞ্চালনা করেন বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু।
সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নের নেতা-কর্মীসহ সহযোগী সংগঠনের প্রায় ২ হাজার ৫০০ নেতা-কর্মীরা অংশ নেয়।