হোম > ছাপা সংস্করণ

বেশি দামে মাংস বিক্রি, জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

বেশি দামে গরুর মাংস বিক্রিসহ বিভিন্ন অপরাধে নগরীর তিনটি দোকানকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার নগরীর বাদশা মিয়ার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের তদারকি অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম নেতৃত্ব দেন।

এ সময় বেশি দামে গরুর মাংস বিক্রি করার অপরাধে মেসার্স ভাই ভাই গোশত দোকানকে দুই হাজার টাকা, মূল্যতালিকা না রাখায় মেসার্স নুসরাত স্টোরকে দুই হাজার টাকা এবং বেশি দামে চিনি বিক্রির অভিযোগে মেসার্স রুমা স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বাজারে তরমুজ ব্যবসায়ীদের ক্রয় রসিদ যাচাই করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে স্বাস্থ্য পরিদর্শক এ কে আজাদ ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ভোক্তা অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, রমজানকে কেন্দ্র করে গরুর মাংস ও চিনির দাম বেশি রাখা এবং মূল্যতালিকা না থাকায় তাদের জরিমানা করা হয়েছে। তা ছাড়া পুরো বাজারে দ্রব্যমূল্য অযাচিতভাবে বৃদ্ধি না করা, ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ করার নির্দেশনা ও সচেতন করা হয়। তিনি বলেন, রমজান মাসজুড়ে জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ