গাজীপুরের শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নে পারিবারিক কলহের জেরে শাশুড়ির মুখে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এতে শাশুড়ির মুখসহ ঝলসে গেছে চোখের চারপাশ। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
ভুক্তভোগী রাহিমা খাতুনের (৭০) স্বামী মাইনুদ্দিন গতকাল রোববার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পুত্রবধূ জেসমিন ((৩৫) পলাতক।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’