হোম > ছাপা সংস্করণ

কীটনাশক ছিটিয়ে সংসার চলে মসলিমের

শাহীন রহমান, পাবনা

প্রতি মৌসুমে অন্তত ৬০০ বিঘা ইরি ও রোপা আমনের ফসলে সতর্কতা অবলম্বন করেই কীটনাশক ছিটান তিনি। জমিতে ধান রোপণ থেকে শুরু করে নিড়ানি, কীটনাশক ছিটানো, ধান কাটা, মাড়াই, গোলায় তোলা—সব কাজেই সমানতালে পারদর্শী তিনি। অন্যের জমিতে কাজ করেই চলে তাঁর সংসার। তিনি মো. মসলিম।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের গাড়াবেড় গ্রামের বাসিন্দা মসলিম। নিজ গ্রামসহ আশপাশের রশিকপুর, চকপাড়া, চালিতাডাঙ্গা, মিরারপাড়া, গান্ধাইলসহ কয়েকটি গ্রামের ফসলি জমিতে কীটনাশক ছিটান তিনি।

গতকাল রোববার গাড়াবেড় গ্রামে আমনের ফসলে কীটনাশক ছিটাতে দেখা যায় তাঁকে। কাঁধে স্প্রেয়ার, মাথায় মোটরসাইকেলের হেলমেট আর হাতে মোজা পরে জমিতে কীটনাশক ছিটাচ্ছেন তিনি।

এ সময় কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানান, প্রতিবছর আশপাশের কয়েক গ্রামের অন্তত ৬০০ বিঘা জমিতে কীটনাশক ছিটান তিনি। প্রতি বিঘা জমির জন্য পারিশ্রমিক হিসাবে ১০০ টাকা করে নেন জমির মালিকের কাছ থেকে। দিনে সর্বোচ্চ ৯-১০ বিঘা জমিতে কীটনাশক ছিটানো যায় বলে জানান তিনি। তিনি আরও বলেন, চার মেয়ে আর স্ত্রীকে নিয়ে সংসার। সংসারে কীটনাশক ছিটিয়ে সংসার চলে তাঁর। পাশাপাশি কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রির কাজসহ ভ্যান-রিকশাও চালাতে পারেন তিনি। যখন যে কাজ বেশি চলে—সেটাই করেন তিনি।

গাড়াবেড় গ্রামের কৃষক আমিনুল ইসলাম বলেন, ‘আমার তিন বিঘা জমিতে মসলিমকে দিয়েই কীটনাশক ছিটিয়েছি। এ কাজে সে ভালো পারদর্শী।’

চালিতাডাঙ্গা গ্রামের কৃষক লাল মিয়া বলেন, ‘আমার বয়স হয়েছে। পাঁচ বিঘা জমিতে মসলিম নিজে ওষুধ প্রয়োগ করে দিয়েছে। এ ক্ষেত্রে তাঁকে প্রতি বিঘা ১০০ টাকা করে পারিশ্রমিক দিয়েছি।’

কৃষক শুকুর আলী বলেন, ‘আমি নিজেও তাঁর সঙ্গে কীটনাশক ছিটিয়েছি। সে খুব ভালোভাবে এ কাজ করে। সমানভাবে কীটনাশক ছিটায়।’

কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম জানান, ফসলের পোকামাকড় দমনে জমিতে কীটনাশক ছিটাতে হয়। ভালো ফলন পেতে অভিজ্ঞ ব্যক্তি দিয়েই কীটনাশক ছিটানো উচিত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা লুবনা জানান, কীটনাশক ছিটাতে সতর্কতা অবলম্বন করতে হবে। নাক, মুখ ও চোখে যেন কোনোভাবেই ঢুকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মাস্ক অবশ্যই পরতে হবে। অসাবধানতাবসত কীটনাশক নাক-মুখে ঢুকে গেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ