টঙ্গিবাড়ীতে খাল ভরাটের কারণে বৃষ্টির পানি ফসলি জমি থেকে না নামায় টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকার কৃষকেরা। গতকাল রোববার দুপুরে এই স্মারকলিপি দেন তাঁরা।
এলাকাবাসী জানিয়েছে, শিলিমপুর, চাষিরী ও মামাদুল এলাকার জোড়া খাল ও ব্রিজের মুখ অবৈধ ড্রেজারের বালু দিয়ে ভরাট করার কারণে জমি থেকে বৃষ্টির নামতে পারেনি। এতে ১২ একর আলুর জমিতে পানি জমে রয়েছে।
স্থানীয় কৃষক কাউসার আহমেদ জানান, চাষিরী গ্রামের আউয়াল ব্যাপারী, মামাদুল গ্রামের আ. খালেক ব্যাপারী ও বাবুল মিয়া ফসলি বিলের খাল ভরাট ও পাকা সড়কের ব্রিজের মুখ অবৈধ ড্রেজারের বালুতে বন্ধ হয়ে গেছে। ফলে সম্প্রতি টানা বৃষ্টির পানি জমি থেকে নামেনি।
টঙ্গিবাড়ী উপজেলার সহকারী কৃষি অফিসার জানিয়েছেন, জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিলিমপুর, চাষিরী ও মামাদুল এলাকার ১২ একর জমিতে শীত মৌসুমে ফসল চাষ করা সম্ভব হবে না।
টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা জানান, ‘খাল-ব্রিজের মুখ কেউ বন্ধ করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’