হোম > ছাপা সংস্করণ

পাবনায় আট মাসে ৩০৬ জনের আত্মহত্যা

শাহীন রহমান, পাবনা 

ঈদে নতুন জামা আবদার করেছিল পাবনার চাটমোহরের মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী লতা খাতুন (১৪)। দরিদ্র বাবা রওশন আলীর পক্ষে তা কিনে দেওয়া সম্ভব হয়নি। পরে অভিমান করে গত ৬ জুলাই রাতে আত্মহত্যা করে সে। এভাবে ছোটখাটো বিষয়ে পাবনায় দিন দিন বাড়ছে আত্মহত্যার ঘটনা।

এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে জেলার ১১টি থানা এলাকায় মোট আত্মহত্যা করেছে ৩০৬ জন। এর মধ্যে শিশু, কিশোর, শিক্ষার্থী ও নারী রয়েছে। আর এসব আত্মহত্যার ঘটনার মধ্যে সদর উপজেলায় ১০৮, আতাইকুলায় ১২, ঈশ্বরদীতে ৫৬, আটঘরিয়ায় ১১, বেড়ায় ৭, সাঁথিয়ায় ২৮, চাটমোহরে ৩৭, ভাঙ্গুড়ায় ১২, ফরিদপুরে ১৩, সুজানগরে ১৬ ও আমিনপুরে ৬ জন। এসব আত্মহত্যার ঘটনার ৭০ শতাংশ নারী ও ৩০ শতাংশ পুরুষ।

পাবনা মানসিক হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ শফিউল আযম বলেন, প্রতি ৪০ সেকেন্ডে বিশ্বে কেউ না কেউ আত্মহত্যা করে মারা যায়। পাবনায়ও এর প্রবণতাটা বেশি দেখা যায়। আত্মহত্যা করার পেছনে শারীরিক ও মানসিক বিভিন্ন কারণ থাকে। মানসিক সমস্যার মধ্যে সিজোফ্রেনিয়া, বাইকুলার মুড ডিজঅর্ডার ও ডিপ্রেশন। পারিবারিক কিছু বিষয় থাকে যেগুলো তারা মেনে নিতে পারে না। এ ছাড়া বিষণ্নতা অন্যতম কারণ। পারস্পরিক আলোচনা ও মানসিক সাহস দিয়ে পাশে থাকার মাধ্যমে আত্মহত্যার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। এ বিষয়ে পাবনায় আরও বিস্তর গবেষণার দরকার।

মানসিক বিষণ্নতা ও হতাশা থেকে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পায় বলে মনে করেন চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অনুপ কুমার কুণ্ডু। তিনি বলেন, দীর্ঘদিন রোগশোকে আক্রান্ত, কোনো কাজে পরাজয় হওয়া, প্রেম-বিরহ, সম্পদ হারানো ও পরীক্ষায় ব্যর্থতা আত্মহত্যার কারণ। এসব কারণে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়। এর বহিঃপ্রকাশ হিসেবে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়।

পাবনায় আত্মহত্যার প্রবণতা বেশি কেন এ বিষয়ে অনুপ কুমার কুণ্ডু মনে করেন, যে আত্মহত্যার ঘটনাগুলো ঘটে সেগুলো বেশি প্রচার হওয়া, বেশি মানুষের মধ্যে জানাজানি হওয়াটা একটা কারণ। বলা যায় আত্মহত্যার বিষয়ে অনুপ্রেরণা পাওয়া।

পাবনার অতিরিক্ত পুলিশ (অপরাধ) মাসুদ আলম বলেন, এসব ঘটনার মধ্যে বিষপান,  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা বেশি ঘটে। কিছু চাওয়া-পাওয়া পূরণ না হওয়া, পারিবারিক বিরোধ ও মানসিক চাপ থেকেই আত্মহত্যা করে থাকে। আবার ছোট ঘটনা থেকেও আত্মহত্যার ঘটনা ঘটে। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ