রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) জনসংযোগ দপ্তরের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে আগামী তিন বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়।
আদেশে বলা হয়, বর্তমান প্রশাসক আজিজুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন প্রশাসক হিসেবে আগামী তিন বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেকে।
প্রদীপ কুমার পাণ্ডে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ২০টির বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।